Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে বোট উলটে ৫২ যাত্রী নদীতে, হাসপাতালে ভর্তি ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ২০:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২১:৫৭

রামপালে উলটে যাওয়া যাত্রীবাহী বোট। ছবি: সারাবাংলা

বাগেরহাট: জেলার রামপালে যাত্রীবাহী বোট উলটে নারী-শিশু ও বৃদ্ধসহ ৫২ জন যাত্রী নদীতে পড়ে গেছে। এর মধ্যে ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে উদ্ধার করে ভর্তি করা হয়েছে। বাকিরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মইদাড়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা এলাকা থেকে আসা ৫২ জন যাত্রী একটি ইঞ্জিন চালিত নৌকায় করে গৌরম্ভায় পারিবারিক অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের ব্রীজের সামনে পৌঁছালে হঠাৎ করেইঞ্জিন চালিত জালিবোট টি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। দুর্ঘটনার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি গার্ড , ফায়ার অ্যান্ড সেফটি টিম ও মেডিকেল টিম। তারা শিশু ও বৃদ্ধদের নৌকার নিচ থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

বিজ্ঞাপন

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। সকল যাত্রীই বর্তমানে নিরাপদে আছেন।’

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম জানান, হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়ে তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তিনি বলেন, ‘যাত্রীদের উদ্ধার ও চিকিৎসায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহর অশেষ কৃপায় সবাই এখন সুস্থ আছেন।’

হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, ‘আহত সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। কেউ আশঙ্কাজনক নয়, তবে সবারই কিছু সময় পর্যবেক্ষণে থাকা প্রয়োজন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর