Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারকালে ২ কোটি টাকার সোনার বারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ২৩:৫৪

চুয়াডাঙ্গা: বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুজনকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ হওয়া সোনার বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা।

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি-৬ সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মরহুম আওলাদ হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার সাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্য পেয়ে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীন মেহেরপুর জেলার সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকায় বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার নম্বর ১১৭/৬-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে বিকেল ৪টার দিকে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত সীমান্তের দিকে যেতে দেখতে পায়। ওই ব্যক্তিদের থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল ধাওয়া করে ওই ২ জনকে আটক করে। পরবর্তীতে তাদের তল্লাশি করে ঘাসের বস্তার ভেতর লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার করা প্যাকেট থেকে ১০ টি অবৈধ সোনার বার জব্দ করা হয়। ১০ টি সোনার বার ডিজিটাল স্কেলে ওজন করা হলে সর্বমোট ১ কেজি ১৬৬ গ্রাম ওজন পাওয়া যায়। জব্দকরা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাবিলদার শাজাহান সিরাজ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে আটক দু’ব্যক্তিকে থানায় হস্তান্তর করেন এবং উদ্ধার করা স্বর্ণের বার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দিয়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর