ঢাকা: ঢাকা আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যে দেখা যায়, রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কো ২১৬, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্ট-সংক্রান্ত সমস্যায় ভোগা মানুষের জন্য এই মাত্রার বায়ুদূষণ মারাত্মক হতে পারে।
একই সময়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২৬১। দ্বিতীয় অবস্থানেও ভারতের শহর কলকাতা, যার স্কোর ২২৪। আর তৃতীয় স্থানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, স্কোর ২১৯। ঢাকা আজ তালিকার চতুর্থ স্থানে।
একিউআই স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর, ৩০১-৪০০ ঝুঁকিপূর্ণ,
২০১-৩০০ স্কোরে সাধারণ মানুষের বাইরে চলাফেরা কমাতে এবং সংবেদনশীল গোষ্ঠীকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বায়ুদূষণের কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার, শ্বাসতন্ত্রের সংক্রমণের মতো রোগ বাড়ে।
সাম্প্রতিক বৃষ্টিপাত ঢাকার বাতাস কিছুটা পরিষ্কার করলেও শীতের শুরুতে আবারও দূষণের মাত্রা বেড়ে গেছে।