Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৩:৪১

৮ দলের বিভাগীয় সমাবেশ।

খুলনা: জুলাই জাতীয় সনদ সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে খুলনার শিববাড়ী মোড় বাবরী চত্বরে ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগে সমাবেশস্থলে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

সমাবেশস্থলে নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সমাবেশটি সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লাপোতা মোড়, ডাকবাংলো মোড় ও জোড়াগেট পর্যন্ত বিস্তৃত হবে। সমাবেশে বক্তব্য প্রচারের জন্য এসব এলাকায় দেড় শতাধিক মাইক হর্ন লাগানো হয়েছে। সমাবেশে প্রায় দেড় থেকে দুই লাখের অধিক মানুষের সমাগম হবে আশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান জানান, এই সমাবেশ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হবে। যার মূল বিষয় হলো ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং নির্বাচনকালীন গণভোটের আয়োজন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর