Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৮

শিশুটির মরদেহ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে দেওভোগ বাজার-সংলগ্ন পুকুরে জেলেরা মাছ ধরার সময় জালে জড়িয়ে শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে জানায়। পরে সলঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শিশুটির বয়স আনুমানিক ৮ থেকে ৯ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। শিশুটিকে অন্য কোথাও থেকে এনে ফেলা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি সিরাজগঞ্জ শহিদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর