ঢাকা: সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং গ্যাস আবিস্কারে ৩টি অনুসন্ধান কূপ খননসহ ১২টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ হাজার ১১২ কোটি ৮৯ লাখ টাকা।
এছাড়া ইতোপূর্বে একনেকে অনুমোদিত ৫টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১টি প্রকল্পে মোট ৭৫৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় কমছে। অপর ৪টিতে মোট ব্যয় বাড়ছে প্রায় ১ হাজার ২৪ কোটি ৮৩ লাখ টাকা।
সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভায় উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে …