Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমান ভোটার নন, কমিশন চাইলে ভোটার করতে পারবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৬:০৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৬:১১

– ছবি : সারাবাংলা

ঢাকা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি- বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘আমার জানামতে তিনি ভোটার হন নি। কমিশন সিদ্ধান্ত দিলে নিবন্ধন হতে পারেন প্রার্থী হতে পারেন। আইনগতভাবে কমিশনের এ এখতিয়ার রয়েছে।’

সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময়ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা তালিকাভুক্ত হয়েছেন, তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবার ভোটার তালিকায় পৌনে ১৩ কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে। গত ১৮ নভেম্বর তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এখন ভোটের জন্য মুদ্রণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সচিব জানান, আর ভোটের আগে ভোটারের নাম, বাবা-মায়ের নাম, বয়স, ঠিকানা, ছবিসহ সাত ধরণের তথ্য সংশোধন করা যাবে না। তবে মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা থাকবে না।

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ২৫শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর