Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোফির রোজগার হার মানায় প্রথম সারির নায়িকাদেরও

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫ ১৭:০৪

বলিউড অভিনেত্রী সোফি চৌধুরি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোফি চৌধুরিকে যে খুব বেশি বড়পর্দায় দেখা যায়, তেমন নয়। কিন্তু তারপরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। অনেকেরই প্রশ্ন, তিনি কী করে বিলাসবহুল জীবনযাপন করেন? কারণ, বড়পর্দায় দেখা না গেলেও যেকোনো তারকাখচিত অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে দেখা যায় তাকে। নামী সংস্থার পোশাক, বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যে কী?

সম্প্রতি উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সোফি। যে বিয়েবাড়িতে বিশেষ পারফরম্যান্স করেন গায়িকা জেনিফার লোপেজ। তারপর থেকেই সোফিকে নিয়ে কৌতূহলের শুরু। কেউ প্রশ্ন করেন, ‘একটা ছবিতেও তো দেখা যায় না, তাহলে কী করেন আপনি?’ আবার কেউ মন্তব্য করেন, ‘ছবি নেই, এতো টাকা আসে কোথা থেকে?’ নেতিবাচক মন্তব্য পড়ে আর চুপ থাকতে পারলেন না অভিনেত্রী। সটান উত্তর দিলেন তিনি।

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন, ‘১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর নারী উপস্থাপিকা আমি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয়। বলিউডে কি পরিমাণ প্রতিযোগিতা, তা সকলের জানা। একজন নায়িকার জমি শক্ত করতে অনেক সময় লেগে যায়।’
অভিনেত্রী জানান, বলিউডের প্রথম সারির নায়িকারাও অত রোজগার করেন না, যত রোজগার তার।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

Password!— মানে কি?
১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯

আরো

সম্পর্কিত খবর