Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ৬ তলা ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৭:০৮

আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলকার ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলকার ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। আমরা ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। আর ঘটনাস্থলে আমাদের প্রথম ইউনিট পৌঁছায় ৩টা ৫৫ মিনিটে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রেণে এসেছে। কোনো হতাহতের ঘটনা নাই।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর