Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭

রাজধানীর চকবাজারে আগুন।

ঢাকা: রাজধানীর চকবাজারের ডালপট্টির রহমতগঞ্জের দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ১ ঘণ্টা ১২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। লালবাগ, পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৭টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে।’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিকেল ৪টা ৪২ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই এবং ৪টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে আমাদের ১ম ইউনিট পৌঁছায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-রাজধানীর চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তোলহা বিন জসিম বলেন, ‘দুইটি ভবনে আগুন লেগেছে। একটি ভবনের নিচ তলায় ডালের গোডাউন ও মিল, ২য় তলায় কর্মচারীদের আবাসন এবং তৃতীয় তলায় লাগেজ ফিটিংস কারখানা। আরেকটি ভবনের নিচ তলায় ওয়ার্কশপ এবং ২য় তলায় অফিস।’

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর