Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯

আটক রয়েল হাসান অরণ্য

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর মডেল থানাধীন মহানন্দা টোল প্লাজা চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক রয়েল হাসান অরণ্য শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচুকা মাদরাসা বাজার এলাকার মৃত আল মামুনের ছেলে।

পুলিশ জানায়, শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় রয়েল হাসান অরণ্যকে আটক করা হয়। তার কাছে মেড ইন ইউএসএ ৭ দশমিক ৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন পাওয়া যায়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মগরা কি আজও আছেন মগবাজারে?
১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৫

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর