Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপালে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪

রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি)। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত এ প্ল্যান্ট নভেম্বর ২০২৫ মাসে উৎপাদন করেছে ৭০০ মিলিয়ন ইউনিট (এমইউএস) বিদ্যুৎ। যা দেশের ইতিহাসে যেকোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ মাসিক উৎপাদন।

সোমবার (১ ডিসেম্বর) রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম সই করা এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, এ অর্জনের মাধ্যমে এমএসটিপিপি প্রমাণ করেছে তার ব্যতিক্রমী শিল্প দক্ষতা, নির্ভরযোগ্যতা ও টেকসই বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। পুরো নভেম্বর মাসজুড়ে প্ল্যান্টটি জাতীয় গ্রিডে সরবরাহ করেছে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১.৫ শতাংশ, যা এককভাবে কোনো পাওয়ার প্ল্যান্টের জন্য একটি বিস্ময়কর সফলতা বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, বিআইএফপিসিএল (বিআইএফপিসিএল) যা বাংলাদেশের বিপিডিবি ও ভারতের এনটিপিসি-এর যৌথ উদ্যোগ। মৈত্রী পাওয়ার প্ল্যান্টের এই রেকর্ড শুধু উৎপাদন ক্ষমতার নয়, বরং কার্যকর কয়লা ব্যবস্থাপনা, সূক্ষ্ম আর্থিক পরিকল্পনা এবং উচ্চ প্রযুক্তির ব্যবহারেরও প্রমাণ।

এর আগে এমএসটিপিপি নিয়মিত ভাবে মাসে ৬ শ এমইউএস-এর বেশি বিদ্যুৎ উৎপাদন করে দেশের মোট চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছিল। কিন্তু নভেম্বরের এই রেকর্ড দেশের বিদ্যুৎ খাতে তৈরি করেছে এক নতুন মানদণ্ড।

নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে প্ল্যান্টটি বর্তমানে বাংলাদেশের শিল্প, গৃহস্থালি ও বাণিজ্য খাতের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর