Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছারছীনা মাহফিল পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ২০:১৩

দরবার শরীফ পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদেলোহাব সাইদানি। ছবি: সংগৃহীত

পিরোজপুর: জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ঐতিহ্যবাহী ছারছীনা দরবারে চলছে ১৩৫তম তিনদিনব্যাপী ঈছালের মাহফিল। সোমবার (১ ডিসেম্বর) মাহফিলের শেষ দিনে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদেলোহাব সাইদানি দরবার শরীফ পরিদর্শন করেন।

রাষ্ট্রদূত দরবার শরীফের কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। তিনি শতাধিক বছর ধরে অনুষ্ঠিত এ আধ্যাত্মিক সমাবেশকে শান্তি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার এক অনন্য মিলনমেলা হিসেবে বর্ণনা করেন।

এ সময় জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের এমপি পদপ্রার্থী শামিম সাঈদী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত উপস্থিত মুসল্লীদের উদ্দেশে বক্তব্য দেন এবং মাহফিলের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এমন আধ্যাত্মিক আয়োজন সফলভাবে সম্পন্ন করার প্রশংসা করেন।

বিজ্ঞাপন

দরবার শরীফের পক্ষ থেকে রাষ্ট্রদূত মুহাম্মদ আবদেলোহাব সাইদানিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

৩দিনব্যাপী মাহফিলকে ঘিরে ছারছীনা দরবার প্রাঙ্গণে দেশ-বিদেশ থেকে আগত মুরিদ-মুহিব্বানদের ঢল নেমেছে। পুরো এলাকা উৎসবমুখর ও আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে উঠেছে।

আজ বাদ জোহর অনুষ্ঠিত হয় মাহফিলের আখেরী মুনাজাত। লাখো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে দেশ-জাতির শান্তি, উম্মাহর কল্যাণ এবং মানবতার মঙ্গলের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ সময় নেছারাবাদ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর