Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ২১:৫০

প্রতীকী ছবি

ঢাকা: পুর্বশত্রুতার জেরে রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন মিষ্টির দোকান আশরাফ মাস্টার স্কুলের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের বাবা মো. মন্টু শেখ জানান, তাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসাবাড়ি গ্রামে। পাপ্পু সিএনজি চালাইতো। স্ত্রী মোছা. জান্নাত ও এক ছেলেকে নিয়ে পুর্ব জুরাইন মিষ্টির দোকান এলাকায় থাকতো।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন পাপ্পু। এর ১০ মিনিট পরই খবর আসে, জুরাইন গ্যাস পাইপ আশরাফ মাস্টার স্কুলের সামনে গুলি করা হয়েছে তাকে। পাপ্পুকে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই হাসপাতালে গিয়ে পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পাপ্পু শেখের বন্ধু মো. সানি বলেন, ‘গ্যাস পাইপ এলাকার কানা জব্বারের ছেলে বাপ্পা (৩৫) ও স্থানীয় কানচি ওরফে ফরমা কানচিসহ কয়েকজন পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। কয়েকদিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর একটি ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জের ধরে আজ গুলি করতে পারে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর