Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টি নিয়ে কুসুম কুসুম প্রেম চলবে না: নাসীরুদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৬

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টির ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও একই অবস্থান নিতে হবে, কুসুম কুসুম প্রেম চলবে না-বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষ্যে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ গেম হচ্ছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেওয়া হবে। একইসঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

তিনি খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করে বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নিতে হবে। কুসুম কুসুম প্রেম চলবে না।’

বিএনপিকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন বলেন, ‘গণতন্ত্রকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয়, বেগম জিয়া সেটি দেখিয়ে দিয়েছেন। তাই জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যে আদর্শ আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথেই আপনাদের হাঁটতে হবে। ভারতের কোনো প্রেসক্রিপশন বা বহির্বিশ্বের কোনো প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন চলবে না।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তা নেই—এমন কথা অনেকেই বলছেন। স্বাধীন দেশে নিরাপত্তার অন্তরায় কারা, তা জনগণের সামনে আনতে হবে।’

খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য তিনি শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হলে বহির্বিশ্ব বা ভারতের প্রেসক্রিপশন নয়—নিজেদের নেতৃত্বের দেখানো পথেই হাঁটতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক দল হলেও এখনো সংস্কারের পথে হাঁটেনি। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ‘রেভল্যুশনারি দল’ আখ্যা দিয়ে তিনি জানান—তাদের অনেক ইতিবাচক কাজও রয়েছে।

দলীয় অবস্থান তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, এনসিপির রাজনীতি হলো গণতন্ত্র ও ভালো কাজের সমন্বয়। দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ দল থেকে মনোনয়ন পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় তিনি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রশংসা করেন এবং বলেন,‘তার বিরুদ্ধে করা সব সমালোচনা তুলে নিচ্ছি।’

তিনি আরও দাবি করেন, বন্দিদের দেশে ফেরার বিষয়টি যেন পুরো দেশের একটি ‘উদ্‌যাপন’ হয়—সে উদ্যোগ সরকারকে নিতে হবে, এবং প্রবাসে কারাবন্দিদের পরিবারের দায়িত্বও সরকারকেই দেখতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর