Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগে ক্ষমা চান, এরপর নির্বাচনে গিয়ে জনপ্রিয়তা যাচাই করুন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ২৩:২০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় গণসংযোগ ও ধানের শীষ মার্কার প্রচারণায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, আগে গ্রামে গিয়ে ৫৫ বছর আগে যে অন্যায় গুলো করেছেন তার জন্য জনগণের নিকট ক্ষমা চান। এরপর নির্বাচনে গিয়ে জনপ্রিয়তা যাচাই করুন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নে ধানের শীষ মার্কার পক্ষে প্রচারণা ও গণসংযোগকালে এ মন্তব্য করেন।

ফারুক আরও বলেন, ‘একটি দল নির্বাচন বানচালের জন্য টালবাহানা শুরু করেছে। তারা একবার বলে পিআর প্রদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আরেকবার বলে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এখন বলে উপ-প্রধানমন্ত্রী দিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আর বলেন, ‘এ মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার। বেগম খালেদা জিয়া মহিলা মন্ত্রাণালয় প্রতিষ্ঠা করেছেন এবং খালেদা জিয়া অতীতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি চালু করেছে। বর্তমানে স্কুল, কলেজ ও মাদরাসার অধিকাংশ শিক্ষার্থী মহিলা। কিন্তু জামায়াত বলছে তারা ক্ষমতায় গেলে তারা মহিলাদের ৫ ঘণ্টা চাকরি করতে দিবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধিকাংশ শিক্ষার্থী মহিলা। তাহলে তারা পড়ালেখা করে কী করবে?’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিগত ১৬ বছর ধরে অন্যায়ভাবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জেলে নিয়েছেন আওয়ামী লীগ। অন্যায়ভাবে দোকান দখল ও লুট করেছেন। অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রানি করেছেন। এসব অন্যায়গুলো বিগত ১৬ বছর ধরে আপনারা সহ্য করে এতদিন ছিলেন আর দুটি মাস ঐক্যবদ্ধভাবে থাকেন।’

তিনি বিএনপির মনোয়ন বঞ্চিত নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের মধ্যে কিছু নেতা নমিনেশন না পেয়ে ভাওতাবাজি শুরু করেছে। এটা হবে ওইটা হবে এসব করতে হবে। এসব দিন শেষ, দল যাকে নমিনেশন দিয়েছে তাই থাকবে। তাই তাদেরকে অনুরোধ জানাবো যদি বিএনপি করে থাকেন, নমিনেশন পান নাই, আসেন ধানের শীষের ভোট করেন। ফারুক সাহেবকে দেখতে পারেন না ঠিক আছে , কিন্তু ভোটটা ধানের শীষে দিন। যদি বিএনপি করেন, আপনারা যদি বিএনপি করে থাকেন, তা হলে ধানের শীষে ভোট না দিয়ে অন্যকে ভোট দিতে পারেন না।’

নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিন উল্লাহ বিএসসির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়ের উল্লাহ আজাদ, স্বেচ্ছাসেবক দলের শাহাজাহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর