Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৪ দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, শিক্ষাক্রম স্থবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৩:৫২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৪

কুষ্টিয়া জিলা স্কুল

কুষ্টিয়া: চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এতে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাক্রম স্থবির হয়ে গেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার ছয়টি উপজেলার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলাবার (২ ডিসেম্বর) সকাল থেকে ক্লাস বর্জন করে এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মবিরতির কারণে নিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম ও চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ক্লাস ও পরীক্ষা না হওয়ায় হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। ফলে জেলাজুড়ে শিক্ষার স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষকরা জানান, নবম গ্রেডে পদায়ন, টাইম-স্কেল প্রদান, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতিসহ চার দফা দাবির বিষয়ে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। তাই দাবি আদায়ে বাধ্য হয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করতে হচ্ছে।

আন্দোলনরত শিক্ষকরা আরও জানান, দাবি পূরণ না হলে কেন্দ্রীয় নির্দেশনায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। দাবি মানা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো. ইউনুছ আলী বলেন, ‘নবম গ্রেডে পদায়ন, টাইম-স্কেলসহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তারেক রহমান কি দেশের পথে?
২ ডিসেম্বর ২০২৫ ১৩:১১

আরো

সম্পর্কিত খবর