Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮২ শহিদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৫

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই গণঅভ্যুত্থনের অজ্ঞাতনামা ১৮২ শহিদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। নিহত শহিদদের ডিএনএ নমুনা সংগ্রহে কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জানা গেছে, মরদেহ উত্তোলনের প্রথম দিন সিআইডির প্রধানসহ সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে দেখা যায়, অজ্ঞাত শহিদদের গণকবরের পুরো এলাকা ঘিরে রেখেছে ক্রাইমসিন ইউনিট।

সিআইডির ফরেনসিক ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই আন্দোলনে অজ্ঞাত শহিদদের লাশ উদ্ধারে কবরস্থান এলাকায় তাবু টানানো হয়েছে। সেখানেই মরদেহ উত্তোলন করার পর প্রক্রিয়াগত সব কাজ করা হবে। এমন কি এই অস্থায়ী তাবুতে ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে আবার মরদেহ যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

বিজ্ঞাপন

এদিকে সিআইডি সূত্র জানিয়েছে, অজ্ঞাত শহিদদের পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞ ফরেনসিক ইউনিটকে সহযোগিতার কথা রয়েছে। অজ্ঞাত হিসেবে দাফন হওয়া শহিদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহে অন্তত এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।

এর আগে, গত ৪ আগস্ট (সোমবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন।

পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম। আবেদনে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ জীবন বিসর্জন দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর