বগুড়া: মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি, আমদানি করা পণ্যে স্টিকার না থাকা, দেশীয় কেমিক্যাল বোতলজাত করে বিদেশী কোম্পানীর স্টিকার ব্যবহার করা, বিভিন্ন নামী ব্র্যান্ডের স্টিকার বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের রাজাবাজার মেসার্স রুবেল কেমিক্যাল এন্ড সিরামিকস নামের দোকানে অভিযান পরিচালনা করে এই জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি, আমদানিকৃত পণ্যে তথ্যসংবলিত স্টিকার না থাকা, দেশীয় কেমিক্যাল পণ্যে বিদেশি কোম্পানির লেবেল ব্যবহার এবং বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
তিনি আরো বলেন, জনগণের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এমন প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। বাজারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি বন্ধে জেলার বিভিন্ন বাজার ও উৎপাদন কারখানায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।