Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১

র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আত্মসাহায্য কর্মসূচি (এসএইচপি) কার্যালয়ে গিয়ে শেষ হয়। ছবি: সারাবাংলা

পিরোজপুর: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৫ উপলক্ষে পিরোজপুরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আত্ম সাহায্য কর্মসূচি (এসএইচপি) কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী-পুরুষসহ তৃতীয় লিঙ্গের মানুষ অংশ নেন।

পরে এসএইচপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন জনি। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মো. আবদুল হাই মল্লিক, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম এবং সদর থানার ওসি’র প্রতিনিধি এসআই দীপংকর।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আত্মসাহায্য কর্মসূচি (এসএইচপি)-এর নির্বাহী পরিচালক হাসনেয়ারা হক। সঞ্চালনা করেন এসোসিয়েশন অব রির্সোস ইন্ট্রিগ্রেশন সেন্টার (এরিক)-এর নির্বাহী পরিচালক মো. মাঈদুল ইসলাম।

এ বছরের দিবসটি যৌথভাবে আয়োজন করে চারটি এনজিও—সকলের জন্য কল্যাণ, ডাক দিয়ে যাই, আত্ম সাহায্য কর্মসূচি (এসএইচপি) এবং এসোসিয়েশন অব রির্সোস ইন্ট্রিগ্রেশন সেন্টার (এরিক)। অনুষ্ঠানে সকলের জন্য কল্যাণের প্রতিনিধি মো. আব্দুর রাজ্জাক মল্লিক এবং ডাক দিয়ে যাই-এর প্রতিনিধি শিশির কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও এই সহযাত্রা আরও বিস্তৃত হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।