Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবকাশে নিম্ন আদালত, জরুরি মামলায় দায়িত্বে দুই বিচারক

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮

ছবি : সংগৃহীত

ঢাকা: ডিসেম্বরে বিচার প্রশাসনের বার্ষিক অবকাশ শুরু হওয়ায় সারাদেশের নিম্ন আদালতে মাসব্যাপী ছুটি কার্যকর হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল সবগুলোই এ ছুটির আওতায় রয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে এসব আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলার নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ম্যাজিস্ট্রেট আদালত পূর্বের মতোই চালু থাকবে, কারণ অবকাশ তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বিজ্ঞাপন

অবকাশকালীন সময়ে জরুরি মামলার নিষ্পত্তির জন্য ঢাকার দুই বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে জরুরি মামলার বিচার করবেন তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান। তিনি ৮, ৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর এসব মামলার কার্যক্রম পরিচালনা করবেন।

অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলার দায়িত্বে থাকবেন পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি ৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর জরুরি মামলাগুলোর বিচার করবেন।

এ সময়েও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত স্বাভাবিকভাবেই চলবে। থানাসংশ্লিষ্ট কার্যক্রমের কারণে এই আদালতগুলোর বিচারকাজ সারা বছরই নিয়ত চলমান থাকে।

প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, প্রতি বছরের মতোই নিম্ন আদালতে অবকাশ শুরু হয়েছে, যা চলবে পুরো ডিসেম্বরজুড়ে। সিএমএম ও সিজেএম আদালত তাদের কার্যক্রমের কারণে কখনোই বন্ধ থাকে না।

ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম জানান, দুই বছর আগেও বিশেষ জজ আদালত ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল অবকাশকালে খোলা থাকত। তবে গত বছর থেকে এসব আদালতও ডিসেম্বরের বার্ষিক ছুটির আওতায় এসেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর