চাঁপাইনবাবগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
রোববার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় পাঠানপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সদর উপজেলা, পৌর, অঙ্গসংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশগ্রহনকারীরা খালেদা জিয়া রোগমুক্তি কামনা করে কান্নায় ভেঙে পড়েন।
দোয়া মাহফিলে সাবেক এমপি হারুনুর রশীদ বলেন, ‘গণতন্ত্রের মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’ এসময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল আব্দুল বারেক, সাবেক চেয়ারম্যান, দেবীনগর ইউনিয়ন ও সাবেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি মোঃ আ ক ম সাহেদুল আলম বিশ্বাস, সাবেক কাউন্সিলর ও সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি আবদুল বারেক। পৌর বিএনপি নেতা কাউন্সিলর জাহাঙ্গীর, কাউন্সিলর এনামুল, কাউন্সিলর আহসান, বিএনপি নেতা তাশেম প্রমুখ।