Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে শিশু পাচারকারী চক্রের ২ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ২১:৫৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ২১:৫৬

নবজাতক কেনা বেচার সময় আটক দুই নারী। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে শিশু পাচারকারী চক্রের দুই নারী সদস্যকে হাতেনাতে করেছে আনসার সদস্যরা। আটকের পর শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে হাসপাতালের ১০৬নম্বর ওয়ার্ড থেকে ওই দুই নারিকে আটক করে দায়িত্বরত আনসার সদস্য। পরে পরিচালকের কাছে নিয়ে আসা হয়। আটক দুই নারী হলেন- গাজীপুরের মোসা. নাহার আক্তার (৪৫) এবং নোয়াখালীর মোসা. হাসিনা (৪০)। তারা ৫০ হাজার টাকার চুক্তিতে একটি ছেলে শিশুকে ক্রয় করে হাসপাতাল এলাকা ত্যাগের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। সন্ধ্যার দিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালটিতে ভর্তি নবজাতকটির মা কমলা বেগম (৩০) জানান, তার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার বকশিগঞ্জ গ্রামে। অন্যের বাসায় কাজ করেন তিনি। তার স্বামী বাদশা মিয়া ৬-৭ মাস আগে তাকে রেখে অন্যত্র চলে গেছেন। গাজীপুরের গাজীপুরা বাস্তাপাড়া এলাকায় থাকেন কমলা।

তিনি আরও জানান, অন্তঃসত্ত্বা থাকাকালীন তার স্বামী চলে যাওয়ায় অসহায় হয়ে পড়েন তিনি। এরপর বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা নিয়ে চলছিলেন। ১৫ দিন আগে পরিচয় হয় ওই দুই নারীর সঙ্গে। তারা একটি ক্লিনিকে কাজ করে। মূলত ক্লিনিকে এবরশন করায় তারা। তবে পরিচয় হওয়ার পর কমলাকে আশ্বাস দেয়, বাচ্চা জন্ম নেয়ার পর পালতে না পারলে তাকে ৫০ হাজার টাকা দিয়ে বাচ্চা তারা কিনে নিয়ে যাবে। সেই কথাতে রাজিও হন কমলা।

এরপর গাজীপুর সদর পশ্চিম আরিচপুরে ওই দুই নারীর বাসাতেই রাখে কমলাকে। সেখানেই ক্লিনিকটি। ২৯ নভেম্বর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করালে ওইদিন রাতেই সিজারিয়ান অপারেশনের পর ছেলে বাচ্চা ভূমিষ্ট হয়। তখন থেকে ওই দুই নারী হাসপাতালে সার্বক্ষণিক তার পাশেই ছিল। আজ দুপুরে বাচ্চা নিয়ে যাওয়ার বিষয়ে কথা হয় তাদের মধ্যে। তখনই মত পাল্টে যায় কমলার। বাচ্চা বিক্রি করবেন না বলে জানান কমলা। এতে মাথায় বাজ পড়ে দুই নারীর। ক্ষোভে তখন হাসপাতালের খরচ বাবদ ২২ হাজার টাকা দাবি করে ওই দুই প্রতারক নারী। সুস্থ্য হয়ে মানুষের কাছ থেকে সাহায্য তুলে তাদের টাকা পরিশোধ করে দিবে বলে জানান কমলা। তবে তাতে রাজি হয় না দুই নারী। টাকা না পেলে আজই বাচ্চা হাসপাতাল থেকে নিয়ে গিয়ে বিক্রি করে টাকা আদায় করবে বলে জানায়।

তখন নিরুপায় হয়ে কমলা হাসপাতালটির ১০৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্যকে বিষয়টি জানালে তখনই ওই দুই নারীকে আটক করা হয়।

হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা জানান, ২৯ নভেম্বর কমলাকে হাসপাতালে আনা হয়। ওই রাতেই তার সিজারিয়ান অপারেশনের পর ছেলে বাচ্চা ভূমিষ্ট হয়। পরদিন গাইনি ওয়ার্ড থেকে তাকে ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।

এটি কমলার দ্বিতীয় ছেলে সন্তান। ৬-৭ বছর আগে তার প্রথম ছেলে সন্তান নরমালে ভূমিষ্ট হওয়ার সময়ই মারা যায়। তার বাবা মা কেউ বেঁচে নেই। হাসপাতালে তাকে দেখাশোনা করার মতও কেউ নেই। বাচ্চা লালন-পালন নিয়ে দুশ্চিন্তা দেখা যায় তার মধ্যে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, ওই দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। যতটুকু জানা গেছে, নবজাতককের মা নবজাতকটি দত্তক দিবে, তবে হাসপাতালে তাদের দুই পক্ষের মধ্যে কথাকাটি হয়েছে। এরপরই তাদেরকে আটক করা হয়েছে। কেউ মামলা করতে রাজি নয়। তবুও বিষয়টি যাচাই-বাছাই চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর