Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ বিশ্বকাপ ড্র—কবে, কখন, কোথায়?

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫ ১১:৩২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫৮

৫ ডিসেম্বর হবে বিশ্বকাপের ড্র

ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র ৭ মাস। এরই মধ্যে মূল পর্বের টিকিট কেটেছে ৪২ দেশ। প্লে-অফের বাধা পেরিয়ে বিশ্বকাপে যাওয়ার অপেক্ষায় আরও ৬ দেশ। প্লে-অফের আগেই অবশ্য হয়ে যাচ্ছে আগামী বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে হবে ২০২৬ বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান।

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র হবে আগামী ৫ ডিসেম্বর। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্রয়ের আনুষ্ঠানিকতা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে হবে আগামী বিশ্বকাপের ড্র। এবারের ড্র অনুষ্ঠান টিভিতে দেখা যাবে না। তবে ফিফার অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের এই ড্র।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ড্র রাত ১১ টায় হলেও ম্যাচগুলোর ভেন্যু ও সময় প্রকাশ করা হবে বাংলাদেশ সময় ৬ ডিসেম্বর সকাল ৭টায়।

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের আগে ৪টি পটে ভাগ করা হয়েছে ৪৮ দলকে। র‍্যাংকিং অনুযায়ী সাজানো প্রতিটি পটে আছে ১২টি করে দেশ। মার্চে প্লে-অফের চূড়ান্ত লড়াই শেষ হওয়ার পর পাওয়া যাবে গ্রুপগুলোর পূর্ণাঙ্গ রূপ।

বিশ্বকাপের ড্রয়ে কোন পটে কারা?

পট ১: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি এবং ডি, ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট ১ এবং ২।

আগামী ১১ জুন পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ বিশ্বকাপের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর