ঢাকা: অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথের বৈধতা বহাল রেখে হাইকোর্টের খারিজ করা রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ তারিখ ধার্য করেন।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ।
পাশাপাশি ইন্টারভেনর হিসেবে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
শুনানিতে তারা বলেন, জনগণের বৈধতাই সর্বোচ্চ বৈধতা— জনগণের আস্থা ও বিশ্বাসই এর ভিত্তি।
এর আগে, গত ১২ নভেম্বর একই আবেদনের শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল। পরে আপিল বিভাগ তার কাছে ব্যাখ্যা চান।
গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মহসিন রশিদ।
হাইকোর্ট রিট খারিজ করে রায়ে বলেন, জনগণের অনুমোদন ও আস্থায় গঠিত অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলা যায় না। সেই আদেশের বিরুদ্ধেই তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
রাষ্ট্রপতির পাঠানো অন্তর্বর্তী সরকার সম্পর্কিত রেফারেন্স ও মতামত নেওয়ার প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা ওই রিটে আইনজীবী মহসিন রশিদের দাবি ছিল— সংবিধানে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের বিধান না থাকায় এ বিষয়ে রেফারেন্স চাওয়া সম্ভব নয়। এ ছাড়া সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্সের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রুলস মানা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
শুনানি শেষে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট আবেদনটি সরাসরি খারিজ করেন। ফেব্রুয়ারিতে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় সমর্থিত। সেই রায়ের বিরুদ্ধেই এখন চলমান আপিলের আদেশ দেবে আপিল বিভাগ।