Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুততম ১০০ গোলে হালান্ডের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের মালিক হালান্ড

তিন বছর আগে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে এসেছিলেন ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ প্রিমিয়ার লিগে আসার পর থেকেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। এবার সিটির হয়ে অনন্য এক রেকর্ড গড়লেন নরওয়ের স্ট্রাইকার আরলিং হালান্ড। ফুলহ্যামের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের নতুন ইতিহাস গড়লেন হালান্ড।

ফুলহ্যামের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর এক জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। ম্যাচের ১৭তম মিনিটে গোলের দেখা পেয়েছিলেন হালান্ড। এটাই সিটির হয়ে হালান্ডের শততম গোল।

আর এই গোলেই নতুন ইতিহাস লিখলেন হালান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটিই দ্রুততম ১০০ গোলের রেকর্ড। মাত্র ১১১ ম্যাচে এই মাইলফলক গড়লেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালান শিয়ারারের দখলে। নিউক্যাসল ইউনাইটেড কিংবদন্তি শিয়ারারের ১০০ গোল করতে লেগেছিল ১২৪ ম্যাচ। ১৯৯৫ সালে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

প্রিমিয়ার লিগে ৩৫তম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের দেখা পেলেন হালান্ড। তার আগে সর্বশেষ ২০২৩ সালে টটেনহামের হয়ে প্রিমিয়ার লিগে শততম গোলের দেখা পেয়েছিলেন হিউ মিন সন।

দ্রুততম ১০০ গোলের তালিকায় শিয়ারারের পর তৃতীয় স্থানে আছেন সাবেক টটেনহাম ফুটবলার হ্যারি কেইন। তিনি প্রিমিয়ার লিগে ১০০ গোল পেয়েছিলেন ১৪১ ম্যাচে। ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার সারজিও আগুয়েরো নিজের ১০০তম গোল পেয়েছিলেন ১৪৭ তম ম্যাচে, যা চতুর্থ দ্রুততম। আর্সেনালের থিয়েরি অরি প্রিমিয়ার লিগে নিজের ১০০তম গোল পেয়েছিলেন ১৬০তম ম্যাচে।