Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৩

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিটটি দাখিল করেছেন।

আবেদনে বলা হয়েছে, নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না— সে বিষয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আইনজীবী জানিয়েছেন, রিট আবেদনটি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

এর আগে, গত ২৯ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি প্রায় শেষ। ইনশাআল্লাহ জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।