লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। এ সময় তারা পরবর্তী কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে উপজেলা শিক্ষা অফিসারের হাতে স্বারকলিপি তুলে দেন।
বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার তুষভান্ডার খেলার মাঠে দুপুর ১২টায় থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, সারাদেশের মতো তারা বেতন স্কেল বৈষম্য দূরীকরণ, প্রধান শিক্ষকের সমমানের গ্রেড এবং দীর্ঘদিনের স্থগিত পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাসসহ বেশ কয়েকটি দাবিতে এ কর্মবিরতিতে অংশ নেন।
শিক্ষকরা জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা না হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের আন্দোলনে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। দ্রুত আলোচনা মাধ্যমে সমস্যার সমাধানের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।
উপজেলা শিক্ষা অফিসার আবেদা খাতুন জানান, সরকারি শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও শিক্ষার্থীদের পরীক্ষার কোনো ব্যাঘাত ঘটেনি। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের নেতৃত্বে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।