নড়াইল: লোহাগড়া পৌরসভায় নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে কুন্দসী গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. ইমরুল ভূঁইয়া (৩৭)। সে ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের ইমরুল ভূঁইয়া নিজ বাড়িতে একাই থাকতেন। পরিবারের লোকজনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এছাড়া তার স্ত্রীর সঙ্গে এক বছর ধরে মামলা চলছিল। বুধবার দুপুরে ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্যে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।