ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ২৩৬ কোম্পানির। অন্যদিকে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ৪০৫ কোটি টাকা ছাঁড়িয়েছে।
বাজার চিত্রে দেখা যায়, সকালে ইতিবাচক শুরু পর বুধবার (০৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৭ পয়েন্টে। যা আগের দিন ৩৬ পয়েন্ট বেড়েছিল।
এদিন ডিএসই-তে ৪০৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন ছিল ৩৭৯ কোটি ৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকা বা ৭ শতাংশ।
বুধবার ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৩টির বা ২৩.৬০ শতাংশের। আর দর কমেছে ২৩৬টির বা ৫৯.৯০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৫টির বা ১৬.৫০ শতাংশের।
অপরদিকে সিএসই-তে বুধবার ১৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৮১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ২৯টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬১ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়েছিল।