Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন থেকে ৬০০ কেজি শামুক ও ঝিনুক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:১৯

উদ্ধার হওয়া শামুক ও ঝিনুক সুন্দরবনের খোলপেটুয়া নদীতে অবমুক্ত করেন বনকর্মীরা। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম সুন্দরবন সংলগ্ন মোহসিনের হুলো এলাকা থেকে আট বস্তা শামুক ও ঝিনুক উদ্ধার করেছে বনবিভাগ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মহসীন সাহেবের হুলো এলাকা থেকে এই শামুক ও ঝিনুক উদ্ধার করা হয়।

এর আগে বনবিভাগের অভিযানের খবরে চোরাকারবারিরা আট বস্তা শামুক ও ঝিনুক পাউবোর উপকুল রক্ষা বাঁধের পাশে ফেলে চলে যায়।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে উদ্ধার হওয়া শামুক ও ঝিনুক সুন্দরবনের খোলপেটুয়া নদীতে অবমুক্ত করেন বনকর্মীরা।

সাতক্ষীরার রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, শামুক ও ঝিনুক সুন্দরবনের জীব-বৈচিত্র্যের অংশ। তাছাড়া এসব শামুক ও ঝিনুক সুন্দরবনের জীবের তথা প্রাণ ও প্রকৃতির খাদ্য শৃঙ্খলের অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি কিছু চোরাকারবারি এসব শামুক ও ঝিনুক ভারত ও থাইল্যান্ডে পাচার করছে। নিয়মিত টহলে থাকা বনকর্মীরা মঙ্গলবার রাতে প্রায় ছয়শ কেজি শামুক ও ঝিনুক জব্দ করে। অভিযানের সময় পাচার চক্রের সদস্যরা পালিয়ে যায়। আজ সকালে উদ্ধার হওয়া শামুক ও ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি