Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হয়। ছবি: সারাবাংলা

বান্দরবান: বান্দরবানে নানা আয়োজনে ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

এসময় পৌর প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী, সমাজসেবা অফিসার শফিকুর রহমান, সত্যজিৎ মজুমদার, জি‌টি‌ভির প্রতি‌নি‌ধি মো: ইসহাকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

বিজ্ঞাপন

এদিকে র‍্যালি শেষে জেলা প্রশাসকের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার প্রতিষ্ঠা এবং দক্ষতা উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও সমানভাবে সক্ষম—এমন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।’

বান্দরবান জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মিলটন মুহুরী বলেন, ‘সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন ভাতা, শিক্ষা সহায়তা, প্রশিক্ষণ কর্মসূচি ও পুনর্বাসন সেবা অব্যাহত রেখেছে। এ ধরনের উদ্যোগ সমাজসেবা বিভাগের পক্ষ থেকে আগামীতেও অব্যাহত থাকবে।’

পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরন করেন জেলা প্রশাসক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর