Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে স্কুলিং মডেল বাতিলের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২১

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে মানববন্ধন

গাজীপুর: সারাদেশের ন্যায় গাজীপুরেও স্কুলিং মডেল বাতিল করে ঢাকার সরকারি সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুণ্ণ রাখা এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক থেকে প্রশাসনিক সকল স্তরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিসিএস জেনারেল অ্যাডুকেশন অ্যাসোসিয়েশন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, ‘প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্কুলিং মডেল বাদ দিয়ে সরকারি অধিভুক্ত সাত কলেজের বর্তমান কাঠামো বজায় রাখতে হবে।’ একইসঙ্গে উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ রোধের দাবিও জানানো হয়।

বিজ্ঞাপন

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সানোয়ারা সুলতানা, উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অসীম কুমার বর্মণসহ অন্যান্য শিক্ষকরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর