Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মাসে গোলাপ শাহ মাজারের দানবাক্সে মিলল ৫৭ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩

হযরত গোলাপ শাহ (রহ.) মাজার

ঢাকা: রাজধানীর গুলিস্তানে অবস্থিত হযরত গোলাপ শাহ (রহ.) মাজারের দানবাক্সে ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা মিলেছে। সর্বশেষ চলতি বছরের ২৯ জানুয়ারি অর্থাৎ প্রায় ১০ মাস আগে মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়েছিল।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত হযরত গোলাপ শাহ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে মোট ৫৬ জন অনুমোদিত গণনাকারী দান বাক্সের এই টাকা গণনায় অংশ নেন।

ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট হযরত গোলাপ শাহ (রহ.) মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এ ছাড়া, মাজারের দানের টাকা গণনা ও ব্যাংকে জমাদান নিশ্চিতকরণের জন্য ডিএসসিসির সচিবকে আহ্বায়ক এবং প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, টাকা গণনাকারী সদস্যদের নাম ও সংখ্যা আগে থেকেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত হয়ে থাকে।

এ ছাড়া, মাজার থেকে পাওয়া দান সরাসরি জনতা ব্যাংক ও নগর ভবন শাখায় মাজারের পৃথক ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। এ দানপ্রাপ্ত অর্থ কেবল হযরত গোলাপ শাহ (রহ.) মাজার ও মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়।

সারাবাংলা/এমএইচ/এইচআই