Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে তাদের এই কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে গত ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা (২ ঘণ্টা) কর্মবিরতি পালন করেছিলেন তারা।

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি, দীর্ঘদিনের বেতন-গ্রেড বৈষম্য দূর করতে সরকার দ্রুত ব্যবস্থা নিলে এমন কর্মসূচিতে যেতে হতো না। এদিকে তাদের কর্মবিরতিতে হাসপাতালে আগত রোগীদের দুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ছত্তার শেখ নামের এক রোগী বলেন, ‘সেই সকাল ৯টায় আসছি। এসে ডক্টর দেখানো শেষে ওষুধ নিতে এসে দেখি রুম তালা দেওয়া। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। এখানে যারা এসেছে সবাই রোগী, সবাই অসুস্থ। এই রোগীদের ভোগান্তি করে এই কর্মবিরতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা উচিৎ।’

বিজ্ঞাপন

আরো বেশ কিছু রোগী জানান, ডক্টর দেখিয়ে সকাল থেকে এসে বসে আছি ওষুদের জন্য। কিন্তু শুনছি ১২টার আগে ওষুধ দেবে না। রোগীদের ভোগান্তি করে কর্মবিরতি করা তাদের মোটেও ঠিক হয়নি।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মতিউল ইসলাম বলেন, ‘‘এই আন্দোলন দীর্ঘ দিনের আন্দোলন। দুঃখের বিষয় হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাফতরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সব আনুষ্ঠানিকতা পূরণ করা সত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়াবি দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে। ইতিপূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন করা হচ্ছে না। আমাদের পরবর্তী ধাপের কর্মসূচি আরও কঠোর হবে। ৪ ডিসেম্বর সব স্বাস্থ্যসেবা ও শিক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালিত হবে, যা পুরো কর্মদিবস চলবে। এর মধ্যেও দাবিগুলো বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে অনির্দিষ্টকালের জন্য লাগাতার শাটডাউনে যাবে আন্দোলনকারীরা।’’

সংগঠনের সভাপতি আক্কাস আলী বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই দুই পেশাকে বছরের পর বছর অবহেলা করা হয়েছে। ১০ম গ্রেড বাস্তবায়ন নিয়ে বহুবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না থাকায় তারা আন্দোলনে বাধ্য হয়েছেন। তাদের মতে, দ্রুত সমাধান না পেলে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর