Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনও’র গাড়িচালকের নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪

কলাপাড়া ইউএনও’র গাড়িচালক আফজাল হোসেন। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: কলাপাড়া উপজেলায় ইউএনও’র আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, সুইটি নামের এক অসহায় ও স্বামী পরিত্যাক্তা নারীকে আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পাইয়ে দেওয়া ও বিয়ের প্রলভন দেখিয়ে ইউএনও কার্যালয়ের পাশেই ড্রাইভারের বিশ্রাম রুমে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ইউএনও’র গাড়িচালক আফজাল হোসেন। সেই ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে মেয়েটিকে ব্ল্যাকমেইল করে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন ওই গাড়িচালক।

ভুক্তভোগী নারী সুইটি জানান, ‘আমার আশ্রয়ন প্রকল্পের ঘরের বিষয় নিয়ে ঝামেলা চলতে থাকে। তখন ইউনএনও কার্যালয়ে গেলে আফজালের সঙ্গে পরিচয় হয়। তিনি আমাকে ঘরের সমস্যা মিটিয়ে দেবেন বলে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেন।’

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত আফজাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিউজ না করার অনুরোধ জানিয়ে বলেন, ভিডিওটি একজনের আর কন্ঠ অন্য এক নারীর।

উপজেলা প্রশাসন জানান, ভিডিওর বিষয়টি ইতিমধ্যেই জেনেছি এবং তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর