কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন, ‘বেগম খালেদা জিয়া অসুস্থ। ম্যাডামকে (খালেদা জিয়া) যদি দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে তারেক রহমান এখন দেশে আসবেন না, আর যদি তাকে দেশের বাইরে নেওয়া সম্ভব না হয় তাহলে তিনি অবশ্যই আসবেন। এ ব্যাপারে কোন সন্দেহ নেই।’
বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপি নয়, বরং সব দেশপ্রেমিক মানুষের প্রত্যাশা। গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানাই।’
দোয়া মাহফিলে ৯ নং ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাদ আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কুষ্টিয়া সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সহিদুজ্জামান শিপনসহ আরও অনেকে। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।