Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল সোর্সিং এক্সপো-তে ৩ লাখ ডলারের পণ্য রফতানির আদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ২০:০৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রথমবারের মতো আয়োজিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ বুধবার (০৩ ডিসেম্বর) শেষ হয়েছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান মোট ৩ লাখ ১১ হাজার মার্কিন ডলারের পণ্য রফতানির আদেশ পেয়েছে এবং একই সঙ্গে আরও ৩ লাখ ৭২ হাজার ডলারের অর্ডার প্রস্তাবনা রয়েছে বলে জানিয়েছেন মেলার উদ্যোক্তারা।

উদ্যোক্তারা জানান, প্রথম গ্লোবাল সোর্সিং এক্সপো-তে ১২৫টি প্রতিষ্ঠান ১৬৫টি স্টলে অংশগ্রহণ করেছে। বিশ্বের ১৪টি দেশের শতাধিক আন্তর্জাতিক ক্রেতা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেন। এছাড়া বিদেশি ক্রেতারা দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও কারখানা পরিদর্শন করেন। তিন দিনব্যাপী এই এক্সপোতে বিভিন্ন বিষয় ও সেক্টরের ওপর ছয়টি সেমিনার অনুষ্ঠিত হয়। মোট ২৩৮টি বি-টু-বি মিটিং অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার গ্লোবাল সোর্সিং এক্সপোর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার মহাপরিচালক বেবী রাণী কর্মকার।

অনুষ্ঠানে ইপিবি’র ভাইস চেয়ারম্যান বলেন, অতি অল্প সময়ের প্রস্তুতিতে এরকম একটি সোর্সিং এক্সপো আয়োজন করতে হয়েছে। ফলে এবছর অনেক সীমাবদ্ধতা ছিল। আগামীতে নিয়মিত এই আন্তর্জাতিক মানের সোর্সিং এক্সপো আয়োজন করা হবে।

এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন সেরা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। আটটি সেক্টরের পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ— প্রাণ আরএফএল গ্রুপ, অ্যাপারেল— শিশু পরিবহন, ফার্নিচার অ্যান্ড হোম ডেকোর— হাতিল, আইটি অ্যান্ড আইটি সার্ভিস— ডিজি ইনফোটেক, পাট ও পাটজাত দ্রব্য— প্ল্যানেট কেয়ার, চামড়া ও চামড়াজাত পণ্য— এলএফএমইএবি, ফার্মাসিউটিক্যালস— রেডিয়্যান্ট এবং প্লাস্টিক ও কিচেন ওয়্যার— বেঙ্গল প্ল্যাস্টিক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর