খুলনা: হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে ওই আসনের জন্য কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করা হয়।
এর মধ্য দিয়ে প্রায় ১০ মাসের ব্যবধানে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন হলো। এখানে প্রার্থী ঘোষণা করা হয়েছিল মাওলানা আবু ইউসুফকে।
ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। জামায়াত আমির গত ১ ডিসেম্বর আমাকে প্রার্থী ঘোষণা করেছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে তা চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রচারণা শুরু করব।‘