Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে অশান্ত বেরোবি, পালটাপালটি সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছবি: সংগৃহীত

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠন ছাত্র শিবির ও ছাত্রদল বুধবার (৩ ডিসেম্বর) পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে ‘ষড়যন্ত্রকারী’ ও ‘ক্যাম্পাস অস্থিতিশীলকারী’ আখ্যা দিয়েছে। একই দিনে নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করলেও ২৪ ডিসেম্বরের ভোট নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ক্যাম্পাসজুড়ে উত্তেজনা চরমে।

বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে শিবির-সমর্থিত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, ‘উপাচার্যের উদাসীনতা ও টালবাহানার কারণে ছাত্রসংসদ নির্বাচন অনিশ্চয়তায় পড়েছে। আজ থেকে তফসিল সচল করে ২৪ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে শিক্ষার্থীরা আর শান্ত থাকবে না।’

বিজ্ঞাপন

লিখিত বক্তব্য পাঠ করেন মাইদুল ইসলাম মাহিদ ও ঐশী। সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন আহাম্মদুল হক আলভী, মেহেদী হাসান, শিবলী সাদিক। তারা সরাসরি উপাচার্য ও রেজিস্ট্রারকে দায়ী করে বলেন, ‘একটি চক্র ইচ্ছাকৃতভাবে নির্বাচন বানচাল করছে।’

দুই ঘণ্টার ব্যবধানে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে শিবিরকে ‘বহিরাগত’ ও ‘অস্থিতিশীলকারী’ আখ্যা দেয়। তুহিন রানা, মাসুদ রানা, হাফিজুর রহমান সিয়াম বলেন, “সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি বিশেষ গোষ্ঠী (ইঙ্গিত শিবিরের দিকে) নিজেদের স্বার্থ হাসিল করছে। ছুটির দাবি থেকে শুরু করে এখন ছাত্রসংসদ নিয়ে নাটক—সবই তাদের পরিকল্পিত। আমরা ক্যাম্পাস শান্ত রাখতে বদ্ধপরিকর।’’

তারা আরও বলেন, ‘যারা ক্যাম্পাসে আগুন জ্বালাতে চায়, তাদের প্রতিহত করা হবে।’

এদিকে রাতে নির্বাচন কমিশন ২০১৬-১৭ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তরের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে। আপত্তি জানানোর সময় দেওয়া হয়েছে ৪ ডিসেম্বর (সকাল ১০টা–বিকেল ৪টা) এবং ৭ ডিসেম্বর (সকাল ১০টা–দুপুর ১২টা)।

কিন্তু নতুন তফসিল বা ২৪ ডিসেম্বরের ভোট নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বেড়েছে।

এদিকে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থানে থাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর