ইনজুরির কারণে এই বছরে আর মাঠেই নামতে পারবেন না, ধারণা করা হয়েছিল এমনটাই। নেইমার ইনজুরি নিয়েই গত সপ্তাহে সান্তোসকে জয় এনে দিয়েছিলেন। এবার ইনজুরি জর্জরিত নেইমার দেখিয়ে দিলেন, এখনো ফুরিয়ে জাননি তিনি! রেলিগেশনের শঙ্কায় থাকা সান্তোসকে জুভেনটুডের বিপক্ষে ৩-০ গোলের এনে দিলেন অবিশ্বাস্য এক জয়। ৩ বছর পর পাওয়া এক দুর্দান্ত হ্যাটট্রিকে ব্রাজিল দলে ফেরার রাস্তা তৈরি করছেন নেইমার।
ব্রাসিলিরাওতে ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে অবিশ্বাস্য এক হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার।
৫৬ মিনিটের মাথায় প্রথম গোল পেয়েছেন নেইমার। এরপর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিল তারকা। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। ৮৩ মিনিটে অবশ্য বদলি হিসেবে মাঠ ছেড়েছেন তিনি। ততোক্ষণে নিশ্চিত হয়েছে দলের জয়।
এই জয়ে ৩৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১৪ তম স্থানে উঠে এল সান্তোস। অবনমন অঞ্চল থেকে বেঁচে গিয়ে কিছুটা হলেও স্বস্তিতে রইল ব্রাজিলের এই ঐতিহ্যবাহী ক্লাবটি।
সবশেষ ২০২২ সালের এপ্রিলে পিএসজির হয়ে ক্লেমটের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছিলেন নেইমার। আজ নিজের ২২ তম হ্যাটত্রিকের দেখা পেলেন তিনি।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবারই বলেছেন, পুরোপুরি ফিট থাকলে ও ফর্মে ফিরলে তবেই কেবল জাতীয় দলে ফিরতে পারেন নেইমার। আজকের এই হ্যাটট্রিক নিশ্চয়ই ব্রাজিল কোচ একটা বার্তা দিয়ে রাখল!