Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৩:২৭ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৪:০০

সজীব ওয়াজেদ জয়।

ঢাকা: জুলাই–আগস্টের ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

সজীব ওয়াজেদ জয় ও পতিত আওয়ায়ী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন।

একইদিন আরেকটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, আন্দোলন দমনে কারফিউ জারি এবং আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।

পরে আদালত আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন। এই তিনজনই বিভিন্ন মামলায় আগে থেকেই কারাগারে আছেন।

প্রসিকিউশনের দাবি, আন্দোলন দমনের সময় শেখ হাসিনার পাশাপাশি আরও চারজন শীর্ষস্থানীয় ব্যক্তি নেতৃত্ব দেন, যাদের তারা ‘গ্যাং অব ফোর’ হিসেবে উল্লেখ করেছেন। এই গ্রুপে ছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমানও।