ঢাকা: চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের যমুনা ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাম গণতান্ত্রিক জোট রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাকরাইল পর্যন্ত এগোলে পুলিশ সেখানেই বাধা দিয়ে তাদের কর্মসূচি পণ্ড করে দেয়।
বিক্ষোভ মিছিলে তারা ‘ইজারা দেওয়ার দাবিতে, যমুনা ভবন ঘেরাও হবে’, ‘ইউনূস তুমি বাড়ি যাও’, ‘মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিপাত যাক’, ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা বলেন, জনগণের মতামত ছাড়া বন্দর পরিচালনার মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত বা অনির্বাচিত কোনো সরকারই নেওয়ার এখতিয়ার রাখে না। সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় সারা দেশে আন্দোলন অব্যাহত রাখা হবে।
তারা বলেন, গত ২৭ ও ২৮ জুন দেশপ্রেমিক জনগণের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম রোডমার্চে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশবাসী অভূতপূর্ব সাড়া দিয়েছে। দেশের সচেতন মানুষ সরকারের যেকোনো গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এখনো পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে। সরকার জনগণের মতামত উপেক্ষা করে বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।
তারা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত জনগণ প্রত্যাখ্যান করেছে। অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। দেশের স্বার্থবিরোধী এ ধরনের সরকারের সিদ্ধান্ত জনগণ প্রত্যাখ্যান করে। এরই মধ্যে নির্বাচনের সময় ঘোষিত হয়েছে। জনগণের মতামত ছাড়া বন্দর পরিচালনার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত নির্বাচিত বা অনির্বাচিত কোনো সরকারই নেওয়ার এখতিয়ার রাখে না।