লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সরকারি কর্মচারি আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আন্দোলনকারী ৭ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কারণ দর্শানো নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসীর সই করা চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন—রামগঞ্জ উপজেলার নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার, সহকারী শিক্ষক প্রিয়াংকা রাণী ভৌমিক, ফেরদৌসি বেগম, জয়পুরা এসআরএমএস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক নুরুন নাহার, মেহেদী হাসান ফরিদ ও মর্জিনা আক্তার।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষকরা ব্যক্তিগত ফেসবুক আইডিতে পরীক্ষা বর্জনের ঘোষণা দেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রেস ব্রিফিং করেন। এছাড়াও তারা বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করেছেন। এই সমস্ত কার্যকলাপ সরকারি কর্মচারী আচরণ বিধিপরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এই কারণেই তাদের কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী বলেন, ‘শোকজপ্রাপ্ত শিক্ষকরা সরকারি কর্মচারী আচরণ বিধির পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাদের এই আচরণ দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা এবং আদেশ-নির্দেশ অমান্যের শামিল।’
তিনি আরও জানান, ৭ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে এই শোকজের লিখিত জবাব দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়াসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৭ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি ও আন্দোলন চলছে। উল্লিখিত শিক্ষকরা এই কর্মসূচির অংশ হিসেবেই পরীক্ষা বর্জন করেছেন।