Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী সপ্তাহ থেকে ৫ ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত প্রদান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

-কোলাজ ও প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: একীভূত হওয়া শরিয়াভিত্তিক পাঁচ ইসলামি ব্যাংকের গ্রাহকদের আমানতের অর্থ আগামী সপ্তাহ থেকে ফেরত দেওয়া শুরু হবে। ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে এ অর্থ প্রদান করা হবে। এর আগে দেশজুড়ে পাঁচ ব্যাংকের সব সাইনবোর্ড একযোগে পরিবর্তন করা হবে।

শরিয়াহভিত্তিক ব্যাংক ৫টি হচ্ছে— সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করছে। এর আওতায় প্রথম পর্যায়ে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন; একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে শুধু একটি হিসাব থেকেই এ টাকা উত্তোলন করা যাবে এবং সুবিধাটি শুধুমাত্র ব্যক্তিগত আমানতকারীদের জন্য প্রযোজ্য।

বিজ্ঞাপন

সূত্র মতে, একীভূত পাঁচ ব্যাংকে একই জাতীয় পরিচয়পত্রে একাধিক হিসাব বা পরিচয়পত্র ছাড়াই হিসাব পরিচালনার ঘটনা পাওয়া গেছে। তাই প্রাথমিক পর্যায়ে ঝুঁকি কমাতে শুধু পরিচয়পত্রযুক্ত একটি হিসাব থেকে টাকা উত্তোলন করা যাবে।

মতিঝিলের সেনা কল্যাণ ভবনে নতুন ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, একীভূত ব্যাংকের প্রাথমিক কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই গ্রাহকরা টাকা তুলতে পারবেন।

তিনি বলেন, ‘তবে সব শাখায় একই দিনে টাকা বিতরণ শুরু হবে না। ধাপে ধাপে প্রতিদিন বিভিন্ন শাখা থেকে টাকা দেওয়া হবে। আমরা চাই না গ্রাহকরা আতঙ্কে ভিড় করুন। সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত সম্পূর্ণ নিরাপদ।’

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর