পাবনা: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পাবনায় কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলোজিস্ট ও ফার্মাসিস্টরা। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা সেবা নিতে আসা রোগীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাবনা জেনারেল হাসপাতালের সামনে সকাল ৮ থেকে দুপুর ১২ পর্যন্ত এ কর্মবিরতি চলে।
এতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অর্ধশতাধিক মেডিকেল ফার্মাসিস্ট ও টেকনোলজিস্ট অংশ নেন। এ সময় হাসপাতালগুলোতে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সেবা প্রার্থীদের।
আন্দোলনকারীরা বলেন, ‘এমন কর্মসূচি তারা বাধ্য হয়ে দিতে হয়েছে। সমযোগ্যতা থাকলেও অন্যরা দশম গ্রেড পেলেও দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হয়ে আসছি আমরা।’ দ্রুত এই দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউন দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।