Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে জাতিসংঘের ব্রিফ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৯:০৯

জাতিসংঘ ঢাকায় তাদের নিজ কার্যালয়ে এই ব্রিফিং করে।

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলকে ব্রিফ করেছে জাতিসংঘের বাংলাদেশ দফতর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতিসংঘ ঢাকায় তাদের নিজ কার্যালয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করে। জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে, কী কী কারিগরি সহায়তা দেওয়া হবে, সেই বিষয়ে একটা সার সংক্ষেপ উপস্থাপন করা হয় ব্রিফ্রিংয়ে। যা পরে প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে শেষ হয়।

জাতিসংঘের বাংলাদেশ দফতর জানায়, ব্যালট প্রকল্পের মাধ্যমে জাতিসংঘ, নির্বাচন কমিশনকে তাদের কার্যকরী সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রমে সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে সহযোগিতা করছে। এই সহায়তা জাতিসংঘের মূল নীতিমালার ভিত্তিতে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানা, মানবাধিকার সুরক্ষা এবং পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার।

বিজ্ঞাপন

২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ব্যালট প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে নিবন্ধিত ১২ কোটি ভোটারের পাশাপাশি আরও প্রায় ৮০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, যার মধ্যে রয়েছেন ৩৮ লাখ পুরুষ এবং ৪০ লক্ষাধিক নারী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর