Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর-রশিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৩

বিএনপির মনোনিত প্রার্থী হারুন-অর-রশিদ

রাজবাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রাজবাড়ী-২আসনে (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ হারুন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে।

বিজ্ঞাপন