ফরিদপুর: জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলামের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার ঘটনা শনাক্ত হয়েছে। ‘SP Nojrul Islam’ নামে ওই অ্যাকাউন্টে এসপির ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের সংবেদনশীল তথ্য চাওয়া এবং প্রতারণার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই অ্যাকাউন্টটির সঙ্গে পুলিশ সুপারের কোনো আনুষ্ঠানিক বা ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। এটি প্রতারকদের তৈরি ও পরিচালিত একটি ভুয়া অ্যাকাউন্ট।
ভুয়া অ্যাকাউন্টটিতে কোনো মন্তব্য, ব্যক্তিগত তথ্য দেওয়া বা সংবেদনশীল বিষয়ে যোগাযোগ না করার আহ্বান জানিয়েছে পুলিশ। কেউ যদি ওই ফেসবুক আইডি থেকে অর্থের জন্য অনুরোধ পায়, তবে কোনো অবস্থাতেই সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, ফরিদপুর জেলা পুলিশের সব আনুষ্ঠানিক তথ্য কেবল যাচাইকৃত ও অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই প্রচার করা হয়। প্রতারণামূলক কার্যকলাপ থেকে নিজেকে ও অন্যদের নিরাপদ রাখতে সচেতন থাকার তাগিদ দেওয়া হয়েছে।
এছাড়া কেউ যদি এই ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে নিকটস্থ থানা বা জেলা পুলিশ, ফরিদপুরের মিডিয়া সেলে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
ফরিদপুর জেলা পুলিশ বলছে, সাইবার প্রতারণা ঠেকাতে সবার সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।