Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার সংকটে উত্তেজনা
ডোমারে আর.বি এন্টারপ্রাইজের গুদাম ভাঙচুর-লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪

ডোমারে আর.বি এন্টারপ্রাইজের গুদাম ভাঙচুর-লুট

নীলফামারী: জেলার ডোমারে অতিরিক্ত দামে সার বিক্রি ও সংকটের অভিযোগে ক্ষুব্ধ কৃষকেরা বিসিসিআই ডিলার উপজেলার আমবাড়ি বাজারের আর.বি এন্টারপ্রাইজ-এর গুদাম ভাঙচুর করে বিপুল পরিমাণ সার লুট করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোমনাতি আমবাড়ি হাটে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির প্রোপাইটর রেহেনা পারভীনের নামে পরিচালিত ওই গুদামে সারের জন্য সকালে শতাধিক কৃষকের ভিড় তৈরি হয়।

কৃষি অফিস জানায়, গুদামে কৃষকদের মাঝে বিতরণের জন্য মজুদ ছিল ইউরিয়া ৬২০, ডিএপি ৩৮০, পটাশ- ১৪২, টিএসপি-৭৩ বস্তা সার। বেশীরভাগ বস্তাই লুট হয়ে গেছে বলে দাবি তাদের।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষকদের অভিযোগ, যে সার সরকারি দরে ডিলারদের থেকে পাওয়ার কথা, তা মিলছে না। তাই ক্ষুব্ধ কৃষকেরা সার নিয়ে গেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী ও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। লুট হওয়া সার উদ্ধারে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর